আজ বসছে ‘চাঁদের হাট’

প্রকাশ: ডিসেম্বর ০২, ২০২০

ফিচার প্রতিবেদক

চাঁদের হাট নামে নতুন একটি দীর্ঘ ধারাবাহিক নাটক শুরু হচ্ছে আজ। শফিকুর রহমান শান্তনুর রচনা অনিরুদ্ধ রাসেলের পরিচালনায় নাটকটি নাগরিক টিভিতে প্রচারিত হবে।

চাঁদের হাট ধারাবাহিকটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত। এতে অভিনেতা-নির্মাতা সালাহউদ্দিন লাভলু, নাদিয়া আহমেদ, রুনা খান, সাজু খাদেম, ডা. এজাজ, নাবিলা, নাজিরা মৌ, রিমি করিম, মুকুল সিরাজ, রাশেদ মামুন অপু, প্রিয়া আমানসহ অনেককেই দেখা যাবে। এখানে সালাউদ্দিন লাভলুর চরিত্রটি একজন ব্যবসায়ীর। পারিবারিক অশান্তির কারণে বিচিত্র হতাশার মধ্যে দিন কাটে তার। এরপর একের পর এক মজার ঝামেলা তার জীবনকে আরো অতিষ্ঠ করে তোলে। অন্যদিকে সাজু খাদেমের চরিত্রটি গ্রামের এক পেশাদার ডুবুরির। আর্থিকভাবে অত সচ্ছল না। তারা ছোটকালের বন্ধু। আর বড়বেলার শত্রু। দুজনের আদর্শগত কারণেই শত্রুতা। দুই বন্ধুর দ্বন্দ্বকে আরো বাড়িয়ে তোলে গ্রামে আগত অদ্ভুত চরিত্রের স্যাটেলাইট বাবা। এছাড়া গ্রামের আরো কিছু চরিত্রের সুখ-দুঃখের মধ্য দিয়ে নাটকটি জীবন ঘনিষ্ঠ হয়ে ওঠে।

ধারাবাহিকটি প্রচেষ্টা অ্যাড মিডিয়ার প্রযোজনায় নির্মিত হয়েছে। নাগরিক টিভিতে প্রতি বুধ, বৃহস্পতি শুক্রবার রাত ১০টায় প্রচার হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫