উইটসা পুরস্কার পেল মাইসফটের মাইহেলথ বিডি

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক

গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছে মাইহেলথ বিডি, ভার্চুয়াল হসপিটাল অব বাংলাদেশ। উদ্ভাবনী -স্বাস্থ্য সমাধান বিভাগে রানারআপ হয়েছে দেশের স্বাস্থ্যসেবা খাতের অত্যাধুনিক সেবাদাতা প্রতিষ্ঠানটি। গত বুধবার মালয়েশিয়ায় শুরু হয় তিন দিনব্যাপী ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআইটি) সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় দিন সম্মানজনক পুরস্কার পায় মাইহেলথ বিডি।

ওয়ার্ল্ড আইটি সার্ভিসেস অ্যালায়েন্স (ডব্লিউআইটিএসএ) বা উইটসা হলো বিশ্বের তথ্যপ্রযুক্তি শিল্পের শীর্ষস্থানীয় স্বীকৃত আন্তর্জাতিক সংস্থা। বিশ্বের ৮০টির বেশি দেশ সংস্থাটির সদস্য। এবারে যে ১০টি বিভাগে রানারআপ পুরস্কার দেয়া হয়েছে তার মধ্যে রয়েছে মাইহেলথ বিডি।

উইটসা প্রতি বছর পুরস্কারের আয়োজন করে আসছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫