‘গোল্ডেন মনিরের’ স্বর্ণ ব্যবসায়ী পরিচয়ে বাজুসের আপত্তি

প্রকাশ: নভেম্বর ২২, ২০২০

বণিক বার্তা অনলাইন

র‌্যাবের হাতে বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর বাড্ডার ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরকে ‘স্বর্ণ ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত’ করায় আপত্তি তুলেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠনটির গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ (গতকাল) ২১ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে জনৈক মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরকে স্বর্ণ ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এতে দেশের সাধারণ স্বর্ণ ব্যবসায়ীদের মান ক্ষুন্ন হচ্ছে। বাজুসের তথ্য মতে উক্ত মনির স্বর্ণ ব্যবসায়ী নয়। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) তথা বাজুসের কোন সদস্য এ ধরনের কোন কর্মকাণ্ড সমর্থন করে না। অধিকন্তু আমরা এ ধরনের অবৈধ কার্যকলাপ নিধনে সরকারের সংশ্লিষ্ট মহলকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তবে এ ধরনের সকল প্রকার অবৈধ কাজ শক্ত হাতে নিধনে আমরা সরকারের পাশে থাকব। 

বাংলাদেশের গণমাধ্যমে মনিরুল ইসলামকে ‘স্বর্ণ ব্যবসায়ী’ হিসেবে আখ্যায়িত না করার জন্য বিশেষভাবে  অনুরোধ জানিয়েছে সংগঠনটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫