শিগগিরই সেন্সরে যাচ্ছে ‘পাপ-পুণ্য’

প্রকাশ: নভেম্বর ২২, ২০২০

ফিচার প্রতিবেদক

শিগগিরই সেন্সর বোর্ডে যাচ্ছে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের পাপ-পুণ্য চলচ্চিত্রটি। নির্মাতা টকিজকে জানান, দু-একদিনের মধ্যে ছবিটি সেন্সরে পাঠানোর কথা রয়েছে। মনপুরা ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন গিয়াসউদ্দিন সেলিম। এরপর নির্মাণ করেন স্বপ্নজাল চলচ্চিত্র। নির্মাতার তৃতীয় ছবি পাপ-পুণ্য চলতি বছরের শুরুতে ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়।

ছবিটি কবে মুক্তি পেতে পারে এমন প্রশ্নে নির্মাতা জানান, করোনা পরিস্থিতির ওপর ছবি মুক্তির বিষয়টি নির্ভর করছে। জানা যায়, সেন্সর ছাড়পত্র পেলে ছবির লুক, টিজার ট্রেলার উন্মুক্ত হবে। পাপ-পুণ্য ছবিতে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, নবাগতা শাহনাজ সুমি। এছাড়া আরো অনেকে রয়েছেন এতে। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫