২১ ডিসেম্বর নাগাদ সীমান্ত বন্ধ থাকবে যুক্তরাষ্ট্র- কানাডা-মেক্সিকোর

প্রকাশ: নভেম্বর ২১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

কভিড-১৯ মহামারীর কারণে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকো। যুক্তরাষ্ট্রের গৃহায়ণ মন্ত্রী চ্যাড উলফ বৃহস্পতিবার এক ঘোষণায় তথ্য নিশ্চিত করেন। খবর এএফপি।

বৃহস্পতিবার এক টুইটে মার্কিন গৃহায়ণ মন্ত্রী লেখেন, নভেল করোনাভাইরাস মহামারী ঠেকাতে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত সব অগুরুত্বপূর্ণ ভ্রমণ বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো কানাডা। ভাইরাস থেকে আমাদের নাগরিকদের সুরক্ষার পাশাপাশি প্রয়োজনীয় বাণিজ্য ভ্রমণ চালু রাখতে মেক্সিকো কানাডার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।

বিশ্বের বৃহত্তম সীমান্ত যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্ত গত মার্চে বন্ধ হয়েছিল। পণ্য বাণিজ্য, মার্চেন্ডাইজ অত্যন্ত প্রয়োজনীয় ভ্রমণ অনুমোদিত ছিল। সীমান্ত ফের চালুর কথা চাউর হলেও দ্বিতীয় দফায় কভিড-১৯ সংক্রমণ বৃদ্ধিতে সীমান্ত বন্ধের সময়সীমা বাড়াতে হয় উত্তর আমেরিকার শীর্ষ তিন অর্থনীতিকে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫