ম্যানসিটির সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন গার্দিওলার

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২০

ক্রীড়া ডেস্ক

ম্যানচেস্টার সিটি সমর্থকদের শঙ্কা উড়িয়ে দিয়ে ক্লাবটির সঙ্গে আরো দুই বছর থাকা নিশ্চিত করলেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। ইংলিশ জায়ান্টদের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন ইউরোপের ক্লাব ফুটবলের অন্যতম সেরা এ কোচ। নতুন এ চুক্তি তাকে ইতিহাদে রাখবে ২০২৩ সাল পর্যন্ত। খবর বিবিসি।

২০১৬ সালে সিটির কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পর ক্লাবটিকে দুটি প্রিমিয়ার লিগ, তিনটি লিগ কাপ ও একটি এফএ কাপ শিরোপা জিতিয়েছেন ৪৯ বছর বয়সী গার্দিওলা। 

আজ বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষরের পর গার্দিওলা বলেন, আমরা একত্রে বড় কিছু অর্জন করেছি, গোল করেছি, ম্যাচ জিতেছি, ট্রফি জিতেছি এবং এই সাফল্যে সবাই গর্বিত। এমন সমর্থন পাওয়াটা যেকোনো ম্যানেজারের জন্যই অনেক বড় ব্যাপার।

ইতিহাদে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচের আগের চুক্তির মেয়াদ চলতি মৌসুম (২০২০-২১) শেষেই শেষ হয়ে যেত। আগের চুক্তি পূর্ণ করলেই তা গার্দিওলার নিজের জন্য রেকর্ড হতো। এর আগে সর্বোচ্চ চার বছর কোচ ছিলেন বার্সেলোনার। 

গার্দিওলার অধীনে সব মিলিয়ে ২৪৫ ম্যাচ খেলে ১৮১টি জিতেছে ম্যানসিটি, জয়ের হার ৭৩ দশমিক ৮৭ শতাংশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫