বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে করোনায় আক্রান্ত

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২০

প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জয়ের পর ফুরফুরে থাকা বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কাই বলা চলে, দলের কোচ জেমি ডে করোনা পজিটিভ হয়েছেন।

গতকাল শনিবার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন জেমি, আজ রবিবার সকালে তার রিপোর্টে পজিটিভ এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমের খান। তিনি জানান, কোচকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে তাকে আরেকবার পরীক্ষা করানোর চেষ্টা করা হচ্ছে। 

গেল মার্চে করোনার প্রাদুর্ভাবের পর নিজ দেশে ফিরে গিয়েছিলেন জেমি। সাত মাস পর ফিরে এসেছিলেন নেপালের বিপক্ষে ৩ ম্যাচের আন্তর্জাতিক সিরিজকে সামনে রেখে। গত শনিবার প্রথম প্রীতি ম্যাচে নেপালকে ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। আগামী মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় প্রীতি ম্যাচ। 

সিরিজ নির্ধারণী এই ম্যাচকে সামনে রেখেই দুই দলের খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হয়েছিল। তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে বাফুফে।

এদিকে কোচ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রবিবার সকালের অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বেলা ৩টায় দল অনুশীলন করবে বলে জানানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫