জাতিসংঘে বিশেষ দূত হিসেবে হিলারিকে ভাবছেন বাইডেন

প্রকাশ: নভেম্বর ১৪, ২০২০

বণিক বার্তা ডেস্ক

বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এমনটিই ভাবছেন বলে একাধিক মার্কিন গণমাধ্যমে খবর বেরিয়েছে। শোনা যাচ্ছে হিলারি ক্লিনটন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ পেতে পারেন। খবর দ্য ইনডিপেনডেন্ট।

মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। বাইডেন প্রশাসনে তাকে গুরুত্বপূর্ণ পদ দেয়ার ব্যাপারে আলোচনা চলছে।

বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা থাকবেন তা নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছে। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সম্ভাব্য তালিকায় এক ডজনেরও বেশি ব্যক্তির নাম নিয়ে নানা জল্পনাকল্পনা চলছে।

মার্কিন গণমাধ্যমগুলোয় প্রকাশিত বিভিন্ন নিবন্ধে উঠে আসছে অনেক সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রীর নাম। তাদের মধ্যে রয়েছেন ডেলাওয়ারের সিনেটর ক্রিস কুনস। ডেলাওয়ারেই একসময় সিনেটর ছিলেন বাইডেন। জুইশ ইনসাইডার, ফরেন অ্যাফেয়ার্স, ওয়াশিংটন পোস্টসহ একাধিক পত্রপত্রিকায় ক্রিস কুনসের নাম এসেছে। কানেকটিকাটের সিনেটর ক্রিস মারফির নামও শোনা যাচ্ছে।

গত বুধবার ডেমোক্রেটিক রাজনৈতিক কৌশলবিদ রন ক্লেইনকে হোয়াইট হাউজে চিফ অব স্টাফ হিসেবে বেছে নিয়েছেন জো বাইডেন। বারাক ওবামার প্রশাসনে তিনি উপদেষ্টা ছিলেন। 

একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও নিবন্ধ অনুযায়ী ধারণা করা যায়, জো বাইডেনের প্রশাসনে ওবামা প্রশাসনের অনেক চেনা মুখ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। বিশেষ করে জাতীয় নিরাপত্তা টিমে যারা ছিলেন তারা ট্রাম্পের হাতে ক্ষতিগ্রস্ত পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করতে আবার ফিরতে পারেন। 

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটের পুরনো দায়িত্বশীলরা এরই মধ্যে তরুণদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। এখন তারা আরো বেশি উদারবাদী ডেমোক্র্যাটদের নেতৃত্বে দেখতে চাচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫