তৈরি পোশাক খাত নিয়ে ভার্চুয়াল বিজনেস ফোরাম অনুষ্ঠিত

প্রকাশ: নভেম্বর ০১, ২০২০

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় রিটেইলস ব্র্যান্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে সম্প্রতি একটি ভার্চুয়াল বিজনেস ফোরামের আয়োজন করা হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের সহযোগিতায় রিইমেইজিং সাসটেইনেবিলিটি শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বেটার ওয়ার্ক বাংলাদেশ (বিডব্লিউবি)

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিডব্লিউবির কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার অ্যানি লরি হেনরি গ্রার্ড। অনুষ্ঠানে আইএলওর কান্ট্রি ডিরেক্টর তুওমো পৌতিয়াইনেন, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কেএম আব্দুস সালাম, আইএফসির বাংলাদেশ, নেপাল ভুটানের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার, কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক . মোস্তাফিজুর রহমান, শ্রম অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) আবদুল লতিফ খান, বিজিএমইএ সভাপতি . রুবানা হক, বিকেএমইএ সহসভাপতি ফজলে শামীম এহসান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মূল প্রবন্ধের ওপর বক্তব্য দেন বাণিজ্য সচিব . মো. জাফর উদ্দীন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫