পরিবারের মধ্যে সংক্রমণ ছড়ায় খুব দ্রুত

প্রকাশ: নভেম্বর ০১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

যারা কভিড-১৯- সংক্রমিত হয় তারা খুব দ্রুত সেটি নিজেদের পরিবারের সদস্যদের মাঝে ছড়িয়ে দিতে পারে। শুক্রবার এমন একটি রিপোর্ট দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। মূলত ১০১ জন রোগী এবং তাদের পরিবারের ১৯১টি সংস্পর্শের ওপর ভিত্তি করে এটি জানানো হয়েছে।

গবেষণা বলছে, পরিবারের শিশু সদস্য কিংবা প্রাপ্তবয়স্ক সদস্য যেই আক্রান্ত হোক না কেন, ঘরের ভেতর উল্লেখযোগ্য সংক্রমণ ঘটে থাকে। সংক্রমণের হার সব ধরনের জাতিগোষ্ঠী এবং নৃগোষ্ঠীর মধ্যে একই রকমভাবে বেশি দেখা গেছে। অনুসন্ধানগুলো বলছে, সংক্রমণের বিস্তৃতির লাগাম টানতে কঠোর বিধিনিষেধ প্রয়োজন, এমনকি ঘরেরও। রিপোর্টে আহ্বান জানানো হয়েছে, যেসব মানুষের সন্দেহ হবে যে তারা করোনা আক্রান্ত হয়েছে, অবশ্যই আইসোলেশনে থাকতে হবে বাসায় থাকতে হবে। পাশাপাশি আলাদা শোয়ার ঘরে থাকত হবে এবং সম্ভব হলে টয়লেটও আলাদা হতে হবে। গবেষণায় দেখা গেছে, পরিবারের ১৯১ জনের মধ্যে ১০২ জন বা ৫৩ শতাংশই সংক্রমিত হয়েছে প্রথমজন সংক্রমিত হওয়ার এক সপ্তাহের মধ্যেই। যারা বাসায় সংক্রমিত হয়েছে তাদের অনেকের মধ্যেই কোনো উপসর্গ ছিল না। আরেকটি দুশ্চিন্তার বিষয় হচ্ছে, পরিবারের প্রথম রোগীর ১৪ জনই ছিল ১৮ বছরের নিচে।

দ্য নিউইয়র্ক টাইমস


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫