ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে স্বাস্থ্যবিধি কম মানা দেশগুলো

প্রকাশ: নভেম্বর ০১, ২০২০

নেতিবাচক বিষয়ও কখনো কখনো ভালো কিছু বয়ে আনতে পারে। যেমন আনল ভারতসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য। দেশগুলোর দুর্বল স্বাস্থ্যবিধি সহায়তা করেছে করোনার বিরুদ্ধে লড়াইয়ে। সম্প্রতি ভারতের সেন্টার ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

এখনো পিয়ার পর্যালোচনা না হওয়া গবেষণাটি বলছে, নিম্ন নিম্ন-মধ্য আয়ের দেশগুলোর ওপর পরজীবী ব্যাকটেরিয়াল রোগগুলোর বোঝা থাকে এবং সংক্রামক রোগগুলোর এমন দীর্ঘস্থায়ী সংস্পর্শ জনগণের মধ্যে ইমিউনিটি গড়ে তোলে। বলা হচ্ছে, উন্নত দেশগুলোতে অধিকতর ভালো স্বাস্থ্যবিধি এবং সংক্রমণের নিম্নতর ঘটনা অটোইমিউন বিশৃঙ্খলা অ্যালর্জিকে ত্বরান্বিত করেছে। অটোইমিউন বিশৃঙ্খলা কভিড-১৯-এর রোগীর জন্য ঝুঁকিপূর্ণ। কারণ শরীরের অস্বাভাবিক রকমের সক্রিয় ইমিউন প্রতিক্রিয়া সাইটোকিন স্ট্রোম সৃষ্টি করে, যা অনেক সময় মৃত্যুর কারণ হয়ে থাকে। দ্য প্রিন্ট


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫