ফ্রান্সের নিস শহরে হামলায় আরো এক সন্দেহভাজন আটক

প্রকাশ: নভেম্বর ০১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

গত বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরে ছুরিকাঘাতে তিন ব্যক্তি হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আরো একজনকে আটক করেছে ফ্রান্স পুলিশ। শনিবার তথ্য নিশ্চিত করে এক পুলিশ কর্মকর্তা জানান, সম্ভাব্য আরো জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তা পদক্ষেপ জোরদার করছে সরকার। খবর এএফপি।

গত বৃহস্পতিবারের হামলায় জড়িত সন্দেহে দুজনকে এর আগে আটক করা হয়েছিল। বিচার বিভাগীয় সূত্রে জানা গেছে, আটক তিনজনের মধ্যে একজন নিস শহরের বাসিন্দা। হামলাকারীর সঙ্গে তার সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা চলছে।

ছুরি হামলাকারীকে পুলিশ গুলি করেছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গত কয়েকদিনে বেশ কয়েকটি হামলার পরিপ্রেক্ষিতে প্রার্থনাস্থল শিক্ষাপ্রতিষ্ঠানে হাজারো সেনা মোতায়েন করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

এদিকে বৃহস্পতিবারের হামলাটি এমন সময় ঘটল, যখন গত মাসের শুরুর দিকে ক্লাসে কার্টুন দেখানোর কারণে উত্তর-পশ্চিম প্যারিসের একটি স্কুলের কাছে স্যামুয়েল প্যাটি নামে এক শিক্ষককে হত্যা করা হয়। পরে ফ্রান্সের সঙ্গে তীব্র বিরোধে জড়িয়ে পড়ে মুসলিম বিশ্ব।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫