দেউলিয়াত্বের ঝুঁকিতে দুইশর মতো ইউরোপীয় বিমানবন্দর

প্রকাশ: নভেম্বর ০১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

যাত্রী পরিবহন চাঙ্গা না হলে আগামী মাসগুলোয় প্রায় ২০০ ইউরোপীয় বিমানবন্দর দেউলিয়াত্বের ঝুঁকিতে রয়েছে। দ্বিতীয় দফায় নভেল করোনাভাইরাস সংক্রমণের মধ্যে দেশগুলো যেখানে আরো লকডাউন আরোপে যাচ্ছে, তার মধ্যে মঙ্গলবার দুঃসংবাদ দেয় ইউরোপীয় বিমানবন্দরের একটি বাণিজ্য জোট। খবর এএফপি।

এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল ইউরোপ বা সংক্ষেপে এসিআই ইউরোপ জানায়, প্রায় ১৯৩টি বিমানবন্দর দেউলিয়াত্বের ঝুঁকিতে রয়েছে। এর বেশির ভাগই অবশ্য আঞ্চলিক বিমানবন্দর, যা স্থানীয় জনগোষ্ঠীকে সেবা দিয়ে থাকে। কিন্তু সম্মিলিতভাবে বিমানবন্দরগুলো আড়াই লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে এবং জিডিপিতে হাজার ২০০ কোটি ইউরো যোগ করছে।

এসিআই ইউরোপ বলছে, সরকার যদি প্রয়োজনীয় সহায়তা নিয়ে এগিয়ে না আসে তাহলে ইউরোপে বিমানবন্দর বন্ধের অর্থ দাঁড়াচ্ছে এর মাধ্যমে আকাশপথে পরিবহন ব্যবস্থার উল্লেখযোগ্য অংশ বিপর্যস্ত হয়ে পড়বে।

অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বিমানবন্দরগুলোয় যাত্রী পরিবহন ৭৫ শতাংশ কম ছিল। এর অর্থ উড়োজাহাজ সংস্থাগুলোর মতো বিমানবন্দরগুলোও পরিচালন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫