পুটখালীতে ৯টি বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

প্রকাশ: অক্টোবর ৩০, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

র‌্যাব-৬ এর সদস্যরা যশোরের বেনাপোলের পুটখালী এলাকা থেকে ৯টি বিদেশী পিস্তল, বিপুল পরিমাণ গুলিসহ একজনকে আটক করেছে। অস্ত্র ব্যবসায়ীর নাম হাবিবুর রহমান বিশ্বাস (৩৯)। তিনি পুটখালীর মৃত্যু কোরবান আলী বিশ্বাসের ছেলে।

আজ শুক্রবার বেলা সোয়া ৪টার দিকে র‌্যাব-৬ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ এ তথ্য জানান। 

তিনি জানান, ২৯ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পুটখালী থেকে হাবিবুরকে আটক করা হয়। এরপর তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩০ অক্টোবর ভোর রাতে হাবিবুরের পুটখালির নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ির রান্নাঘরে থাকা ড্রামের ভেতর থেকে ২টি প্যাকেটে রাখা ৯টি বিদেশী পিস্তল, ১৯টি ম্যাগজিন, ৪৯ রাউন্ড গুলি ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। দেশের বিভিন্ন স্থানে এ অস্ত্রগুলো সন্ত্রাসীদের কাছে পাঠানোর উদ্দেশে মজুদ করার কথা স্বীকার করেছেন হাবিবুর।                     


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫