দাগনভূঞায় বাস চাপায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত

প্রকাশ: অক্টোবর ৩০, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, ফেনী

ফেনীর দাগনভূঞা বসুরহাট রোড়ে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে সিএনজি অটোরিকশা। এতে দুই জন নিহত এবং আরো তিন জন আহত হয়েছেন। 

আজ শুক্রবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী। আহদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহত জাকারিয়া ফুলবাড়ির সোলাইমানের ছেলে এবং আইনুল হক নেত্রকোনার বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দাগনভূঞা বসুরহাট রোডে ড্রিম লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক ফেনী থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেজ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫