খাগড়াছড়িতে স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের ঘটনায় মামলা

প্রকাশ: অক্টোবর ৩০, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ির সাবেক সিভিল সার্জন ডা. আব্দুস সালামের স্বাক্ষর জাল করে গাড়ি মেরামত প্রকল্পের প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল সকালে খাগড়াছড়ি জেলা দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের বিশেষ আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আবুল বাশার মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. জাহেদ হোসেন, একই কার্যালয়ের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা প্রিয় রঞ্জন বড়ুয়া ঠিকাদার জসিম উদ্দিন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫