পশম-খামারের প্রাণী করোনাভাইরাস ছড়াতে পারে

প্রকাশ: অক্টোবর ৩০, ২০২০

নতুন একটি গবেষণায় দেখা গেছের‍্যাকুন কুকুর নামে পরিচিত ছোট শিয়ালগোত্রীয় প্রাণী সার্স-কভ- ভাইরাসে সংক্রমিত হতে এবং ভাইরাসটি ছড়িয়ে দিতে পারে। পশমের জন্য ইউরোপজুড়ে খামারে প্রাণীগুলো পালন করা হয়। জার্মানির গ্রিফসওয়ার্ল্ড-আইল অব রিমসের ফ্রেডরিখ লোফ্লার ইনস্টিটিউটের কনরাড ফ্রুলিং তার সহাকর্মীরা নয়টি র‍্যাকুন কুকুরকে পরিকল্পিতভাবে সংক্রমিত করেছেন। সংক্রমিত প্রাণীগুলোর পাশের খাঁচায় তিনটি সংক্রমণহীন র‍্যাকুনকে রাখা হয়েছিল। তাদের মধ্যে দুটি সংক্রমিত হয়েছিল। যদিও কোনো প্রাণীই দৃশ্যত অসুস্থ হয়নি, তবে তারা কিছুটা ক্লান্ত ছিল। গবেষণাগুলো প্রমাণ করে, সার্স-কভ- ভাইরাস শনাক্ত না হয়েই চীনের খামারগুলোতে ছড়িয়ে পড়তে পারে। নেচার জার্নাল


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫