ডি-৮ বা মুজিব বর্ষের অনুষ্ঠানে ঢাকা আসবেন তুরস্কের প্রেসিডেন্ট —পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: অক্টোবর ২৯, ২০২০

কূটনৈতিক প্রতিবেদক

শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আর করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী ডি- সম্মেলনে অথবা মুজিব বর্ষের চূড়ান্ত অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও বাংলাদেশ সফর করবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন।

গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেনের কাছে তুরস্কের প্রেসিডেন্টের পক্ষ থেকে বাংলাদেশকে দেয়া করোনার চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। এসব উপহারসামগ্রীর মধ্যে রয়েছে ভেন্টিলেটর, এন-৯৫ মাস্ক, গাউন, ফেস শিল্ড প্রতিরোধক চশমা। নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশকে করোনার চিকিৎসাসামগ্রী উপহার দিল তুরস্ক।

এসব চিকিৎসাসামগ্রী গ্রহণের সময় পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এর আগে তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশ তুরস্কের মধ্যে বিদ্যমান বাণিজ্যের পরিমাণ বছরে বিলিয়ন ডলারের বেশি হওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন। বাংলাদেশও বিষয়ে কাজ করছে। বাংলাদেশের জনগণের সঙ্গে তুরস্কের জনসাধারণের আত্মিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে সম্পর্ককে আরো নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন . মোমেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫