যমুনা ব্যাংকের নতুন ডিএমডি মো. ফজলুর রহমান চৌধুরী

প্রকাশ: অক্টোবর ২৯, ২০২০

মো. ফজলুর রহমান চৌধুরী সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময়ে রহমান রহমান হকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে নিবন্ধিত হন। ২৫ বছর ধরে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করপোরেট ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট এবং ব্রাঞ্চ ব্যাংকিং পরিচালনা করে আসছেন।

১৯৯৫ সালে তিনি ইস্টার্ন ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন এবং ২০০০ সালে ওয়ান ব্যাংকে এভিপি হিসেবে যোগ দেন এবং ২০০৭-১৪ সাল পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। সময়ে তিনি সেরা ম্যানেজার হিসেবে পুরস্কৃত হন। যমুনা ব্যাংকে যোগদানের আগে তিনি ওয়ান ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবেও কর্মরত ছিলেন। ব্যাংক ম্যানেজমেন্টের ওপর দেশ বিদেশে প্রচুর প্রশিক্ষণ গ্রহণ করার পাশাপাশি ব্যাংকিং অপারেশনস পরিচালন বিষয়ে বিশাল অভিজ্ঞতা রয়েছে তার। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫