নবীগঞ্জে নিখোঁজের তিনদিন পর ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

প্রকাশ: অক্টোবর ২৮, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, হবিগঞ্জ

নিখোঁজের তিনদিন পর ধানক্ষেত থেকে অটোরিকশা (মিশুক) চালক আবিদ উল্লাহ সেজুর (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেলফোন ট্র্যাক করে গতকাল দুপুরে উপজেলার পূর্ব তিমিরপুর এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ।

আবিদ উল্লাহ সেজু উপজেলার গোজাখাইর গ্রামের সাহিদ উল্লাহর ছেলে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, গত শনিবার দুপুরের খাবার শেষে সেজু বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। এমনকি তার সেলফোনটিও বন্ধ পাওয়া যায়। পরদিন রোববার সেজুর পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ওসি বলেন, জিডি হওয়ার পর থেকেই পুলিশ বিভিন্ন স্থানে সেজুর সন্ধান চালায়। অবশেষে মোবাইল ট্র্যাক করে গতকাল দুপুরে পূর্ব তিমিরপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, মরদেহটি প্রায় পচে গেছে। তবে তাকে হত্যা করে মরদেহ ফেলে দেয়া হয়েছে কিনা সেটি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে বলা যাচ্ছে না।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫