ডিসিসিআই ও বিইউপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রকাশ: অক্টোবর ২৮, ২০২০

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বিইউপির ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ বিইউপির উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সময় ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি এনকেএ মবিন, সহসভাপতি মোহাম্মদ বাশিরউদ্দিন, মহাসচিব (ভারপ্রাপ্ত) আফসারুল আরিফিন, সচিব মো. জয়নাল আব্দীন, আহ্বায়ক গোলাম জিলানী, বিইউপির রেজিস্টার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেফতাহ উল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সমঝোতা অনুযায়ী দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে শিল্প শিক্ষা খাতের যৌথ প্রয়াসে প্রতিষ্ঠান দুটি একসঙ্গে কাজ করবে। ডিসিসিআই বিইউপি যৌথভাবে গবেষণা, সেমিনার, কর্মশালা, মেলাসহ বিভিন্ন বাণিজ্য আলোচনা সভার আয়োজন করবে। এছাড়া ডিসিসিআই বিইউপির শিক্ষার্থীদের জন্য ইন্টার্নি সুবিধা দেবে। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫