করোনামুক্ত হলেন তথ্যমন্ত্রী

প্রকাশ: অক্টোবর ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক . হাছান মাহমুদ করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় মন্ত্রীর করোনা টেস্ট করা হয়, যার ফলাফল নেগেটিভ আসে। সতর্কতার জন্য তথ্যমন্ত্রীর সহধর্মিণীরও সময় করোনা টেস্ট করা হয়। তার ফলাফলও নেগেটিভ আসে।

করোনা মহামারীর মধ্যেও প্রতিদিনই সচিবালয়ে দাপ্তরিক কাজ করছিলেন তথ্যমন্ত্রী। স্বাস্থ্যবিধি মেনে অংশ নিয়েছেন বাইরের অনুষ্ঠানগুলোতেও। এমনকি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায়ও তিনি মন্ত্রণালয়ের নথিপত্র স্বাক্ষর অব্যাহত রেখেছেন।

এর আগে গত ১৬ অক্টোবর তথ্যমন্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তখন তিনি প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাকালে স্বাস্থ্যগত জটিলতা থেকে মুক্ত রয়েছেন . হাছান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫