প্রধানমন্ত্রীর গাড়িবহরের জন্য আসছে দুটি ৬৫০ সিসির মোটরসাইকেল

প্রকাশ: অক্টোবর ২৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীকে শুভেচ্ছাস্বরূপ দেয়ার জন্য ৬৫০ সিসির দুটি সুজুকি মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে।

২০ অক্টোবর -সংক্রান্ত একটি অনুমোদনপত্র প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। পত্রে বলা হয়, ঢাকার তেজগাঁওয়ের র্যানকন মোটরবাইক (সুজুকি) কর্তৃক স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা বহরকে সুসজ্জিত শক্তিশালী করতে উপহার হিসেবে সুজুকি ভি-স্ট্রর্ম ৬৫০ মডেলের ৬৫০ সিসির দুটি মোটরসাইকেল প্রদানের জন্য ইম্পোর্ট পার্মিট জারির অনুমতি প্রদান করা হলো।

মোটরসাইকেল দুটি আমদানির অনুমতিতে তিনটি শর্তও দেয়া হয়েছে। এগুলো হচ্ছে, বিধি মোতাবেক শুল্ক কর জরিমানা আদায় করতে হবে। স্পেশাল সিকিউরিটি ফোর্সকে উপহার ব্যতীত অন্য কোথাও বিক্রয় করা যাবে না। এছাড়া আমদানি নীতিসংক্রান্ত যাবতীয় বিধিবিধান প্রতিপালন করতে হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫