বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন বাগেরহাটের সহস্রাধিক রোগী

প্রকাশ: অক্টোবর ২৫, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, বাগেরহাট

মুজিব বর্ষ উপলক্ষে বাগেরহাটে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেছে বাগেরহাট সদর উপজেলা পরিষদ। গতকাল সকালে সদর উপজেলা পরিষদের পরিষদ চত্বরে দৃষ্টিদান সাইট সেভারের বাস্তবায়নে দিনব্যাপী সহস্রাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে তিন শতাধিক রোগীকে বিনা মূল্যে মাংস বৃদ্ধি, নেত্রনালি ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ করা হয়।

সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলাম বলেন, মুজিব বর্ষ উপলক্ষে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবাদানের কর্মসূচি ছিল। কিন্তু করোনার কারণে কর্মসূচিটি পিছিয়ে গেলেও আজ (গতকাল) উপজেলা পরিষদের অর্থায়নে সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। ভোর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দরিদ্র অসহায় নারী-পুরুষ চক্ষুসেবা নিতে আসেন। এর মধ্যে যাদের চোখের অবস্থা বেশি খারাপ এবং অপারেশন করলে ভালো হবে তাদের অপারেশনের ব্যবস্থা করেছি। অনেক রোগীকে ওষুধ, চশমাসহ প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫