ডিআইইউতে জনসংযোগ বিষয়ে ওয়েবিনার অনুষ্ঠিত

প্রকাশ: অক্টোবর ২৫, ২০২০

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন (জেএমসি) বিভাগ আয়োজিত ক্যারিয়ার ইন পিআর: স্কোপস অ্যান্ড স্কিলস শীর্ষক ওয়েবিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের -ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের হেড অব মিডিয়া সুজন মাহমুদ। ওয়েবিনারের শুরুতে ডিআইইউর ট্রেজারার মমিনুল হক মজুমদার স্বাগত বক্তব্য রাখেন।

আলোচনায় অংশ নেন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের প্রধান . শেখ শফিউল ইসলাম, ডিআইইউর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (পাবলিক রিলেশন্স) আনোয়ার হাবিব কাজল এবং ডিআইইউ ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) সমন্বয়ক জেএমসি শিক্ষক রাশেদুল ইসলাম রাতুল। ওয়েবিনার সঞ্চালনা করেন জেএমসি শিক্ষক এনায়েতুর রহমান।

নগদের হেড অব মিডিয়া সুজন মাহমুদ বলেন, একটি প্রতিষ্ঠানকে যে যত দক্ষভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারবেন, তিনি পাবলিক রিলেশন্সে তত ভালো করবেন সফল হবেন। এক্ষেত্রে গণযোগাযোগ সাংবাদিকতা শিক্ষা এবং মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা একজনকে পাবলিক রিলেশন্সে সফল করে তুলতে পারে। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫