অ্যান্টিট্রাস্ট তদন্তের মুখে পড়বে ফেসবুকও

প্রকাশ: অক্টোবর ২৫, ২০২০

বণিক বার্তা ডেস্ক

সার্চ ইঞ্জিনের বাজারে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করার অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

এবার একই ধরনের অভিযোগে তদন্তের মুখে পড়তে যাচ্ছে ফেসবুক। আগামী নভেম্বরেই সোস্যাল মিডিয়া জায়ান্টটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অ্যান্টিট্রাস্ট তদন্ত শুরু হবে বলে জানা গেছে।

গত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে ফেসবুকের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট তদন্তের বিষয়টি তুলে ধরে। আগের দিন তদন্ত প্রশ্নে আলোচনায় বসেছিল ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)

এরই মধ্যে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের নেতৃত্বে বেশ কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা খতিয়ে দেখছেন, ফেসবুক প্রতিযোগিতার জন্য সম্ভাব্য কোনো হুমকি বয়ে আনছে কিনা।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের বিরুদ্ধে তদন্ত আগামী নভেম্বরেই শুরু হতে পারে। আবার সময়সীমা পরিবর্তিতও হতে পারে।

গত আগস্টে ফেসবুক জানিয়েছিল, এফটিসির এক তদন্ত শুনানিতে প্রশ্নের উত্তর দিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। পুরো ব্যাপারটি সরকারের অ্যান্টিট্রাস্ট তদন্তের অংশ বলেও তখন জানানো হয়েছিল।

এর আগেও ফেসবুকের বিরুদ্ধে একই ধরনের তদন্ত শুরু করেছিলেন মার্কিন বিচার বিভাগ অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। তদন্তে তারা সামাজিক নেটওয়ার্কিং বা সামাজিক মাধ্যম সেবা, ডিজিটাল বিজ্ঞাপন এবং/অথবা মোবাইল বা অনলাইন আবেদন-এর সঙ্গে জড়িত ব্যবসায়িক কর্মকাণ্ড অভিযোগ খতিয়ে দেখেছিলেন।

গত বছরের জুলাইয়ে ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষা প্রশ্নে সম্পন্ন পৃথক আরেক এফটিসি তদন্তের সমঝোতায় ৫০০ কোটি ডলার দিতে রাজি হয়েছিল ফেসবুক। কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের এত পরিমাণ অর্থ জরিমানা দেয়ার নজির এর আগে ছিল না।

তবে সর্বশেষ অ্যান্টিট্রাস্ট তদন্তের বিষয়ে ফেসবুক, এফটিসি নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের কার্যালয় গত শুক্রবার পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ওয়াশিংটন পোস্ট


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫