নাইজেরিয়ায় বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ, বহু হতাহত

প্রকাশ: অক্টোবর ২২, ২০২০

বণিক বার্তা ডেস্ক

নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোসে পুলিশি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণরতদের ওপর গুলিবর্ষণের ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে রাজ্য গভর্নর দাবি করছেন, ঘটনায় কেউ নিহত হননি। তবে ২৫ জনের মতো আহত হয়েছেন বলে স্বীকার করেছেন তিনি। খবর আল জাজিরা বিবিসি।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সৈন্যরা গুলি করার পর তিনি প্রায় ২০টি মরদেহ অন্তত ৫০ জন আহত শনাক্ত করতে পেরেছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারাও আন্দোলনকারীদের মৃত্যুর বিষয়ে বিশ্বাসযোগ্য প্রতিবেদন পেয়েছে।

নাইজেরিয়ার কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়ে বলেছে, মঙ্গলবারের গুলিবর্ষণের ঘটনা তদন্ত করে দেখা হবে। লাগোস অন্যান্য অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে।

নাইজেরিয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চ অ্যান্টি-রবারি স্কোয়াডকে (সার্স) নিয়ে দুই সপ্তাহ ধরে প্রতিবাদ চলছে। প্রতিবাদের মুখে এরই মধ্যে পুলিশের ইউনিটটি বিলোপ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় লাগোসের লেক্কি শহরতলিতে উর্দি পরা সেনারা প্রতিবাদকারীদের ওপর গুলি চালিয়েছে। বিবিসির নাইজেরিয়া সংবাদদাতার পাঠানো প্রতিবেদনেও গুলি করার কয়েক মুহূর্ত আগে সশস্ত্র সৈন্যদের প্রতিবাদের স্থানটি ঘিরে ফেলার কথা বলা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫