‘পরের মেয়ে’ নিয়ে মুখোমুখি প্রভা

প্রকাশ: অক্টোবর ২২, ২০২০

ফিচার প্রতিবেদক

ছোট পর্দায় নিয়মিত অভিনয় করে চলেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। একক নাটকে বেশি দেখা যায় তাকে। তবে তার অভিনীত একটি ধারাবাহিক সম্প্রতি দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। ধারাবাহিকটির নাম পরের মেয়ে এতে প্রভা অভিনয় করছেন নাজিফা চরিত্রে। পরের মেয়ে রচনা করেছেন সৈয়দ জিয়া উদ্দিন, নিয়মিত পরিচালনা করছেন হাবীব শাকিল। নাটকটির প্রযোজনায় রয়েছেন কাজী রিটন। করোনার মধ্যে নাটকটির প্রচার বন্ধ থাকলেও আবারো এর প্রচার শুরু হয়েছে। প্রতি মঙ্গল, বুধ বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে নাটকটি এনটিভির পর্দায় প্রচারিত হচ্ছে। নাটকে অভিনয় করে মূলত আবারো অভিনয়ে আলোচনায় এসেছেন প্রভা। নাটকটি নিয়ে সম্প্রতি প্রভা তার নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো



শুরুতেই ধন্যবাদ দিতে চাই নাটকটির নাট্যকার জিয়া ভাইকে, কারণ তিনি সময়ের জন্য সময়োপযোগী একটি গল্প রচনা করেছেন। ধন্যবাদ নাটকটির পরিচালক হাবীব শাকিল প্রযোজক কাজী রিটন ভাইকে, যারা আমাকে নাটকটির অন্যতম প্রধান চরিত্রে কাজের সুযোগ করে দিয়েছেন। আমি দীর্ঘদিন পর এমন একটি অসাধারণ গল্পে কাজ করে মুগ্ধ। নাজিফা চরিত্রটি আমার নিজের মধ্যে লালন করেই এতে অভিনয় করছি। তার আবেগ, ভালোবাসা কষ্টের সঙ্গে একাকার হয়ে অভিনয় করার চেষ্টা করছি। মূলকথা একজন অভিনেত্রী হিসেবে চরিত্রটির প্রতি সর্বোচ্চ ভালোলাগা ভালোবাসা থেকেই অভিনয় করছি আমি। যারা নাটকে সহশিল্পী আছেন, প্রত্যেকেই যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করছেন। যে কারণে নাটকটির জন্য আমরা সবাই বেশ সাড়া পাচ্ছি। আমি এখন যখন বাইরে যাই, অনেক দর্শকই আমাকে পরের মেয়ে নাটকটির কথা বিশেষভাবে বলেন। একজন অভিনেত্রী হিসেবে এটাও অনেক বড় সাফল্য আমার। খুব কম কাজ করছি এখন। কিন্তু যা করছি তাতে বেশ ভালো সাড়া পাচ্ছি। পরের মেয়ের জন্য বেশিই সাড়া পাচ্ছি। এজন্য নাটকের পুরো ইউনিটের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ।

প্রভা এরই মধ্যে সরদার রোকনের পরিচালনায় ইজি লাভ বিজি মন নাটকের কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন আব্দুন নূর সজল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫