নিজেদের সাবসিডিয়ারি কোম্পানি ক্যাথে ড্রাগনের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে হংকংভিত্তিক আকাশসেবা সংস্থা ক্যাথে প্যাসিফিক। চীনের মূল ভূখণ্ড থেকে এশিয়ার অন্যান্য গন্তব্যে যাত্রী পরিবহন করত ক্যাথে ড্রাগন। কোম্পানিটি বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারাবেন সাড়ে আট হাজার কর্মী। খবর বিবিসি।
মূলত ব্যয়সংকোচনের অংশ হিসেবে সাবসিডিয়ারিটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ক্যাথে প্যাসিফিক। বন্ধ হয়ে যাওয়া ক্যাথে ড্রাগনের রুটগুলোয় যাত্রী পরিবহন করবে ক্যাথে প্যাসিফিক ও এর বাজেট ক্যারিয়ার হংকং এক্সপ্রেস।
নভেল করোনাভাইরাস মহামারীর কারণে দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করায় আকাশসেবা সংস্থাগুলোর ব্যবসায় ধস নেমেছে। ক্যাথে প্যাসিফিকও এ ধাক্কা থেকে বাঁচতে পারেনি। এ অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে কোম্পানিটি ব্যয়সংকোচনের পথে হাঁটছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে বেশ কয়েকটি উড়োজাহাজের ডেলিভারি বুঝে নিতে আপত্তি জানিয়েছে তারা। এছাড়া স্পেশাল লিভ স্কিম ও নির্বাহীদের বেতন কমানোর মাধ্যমেও ব্যয়সংকোচনের চেষ্টা করছে তারা।
গত জুনে হংকং সরকারের তরফ থেকে ৫০০ কোটি ডলারের (৩৯০ কোটি পাউন্ড) বেইলআউট সহায়তা পেয়েছে ক্যাথে প্যাসিফিক। তবে বর্তমানে প্রতি মাসে ২৬ কোটি ডলার লোকসান গুনতে হচ্ছে বলে কোম্পানিটি জানিয়েছে।
ব্যবসা পুনর্গঠন প্রক্রিয়ায় ২৮ কোটি ৪০ লাখ ডলার ব্যয় হবে ক্যাথে প্যাসিফিকের। তবে তা ২০২১ সালে কোম্পানিটির প্রতি মাসের খরচ ৬ কোটি ৪০ লাখ ডলার কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।