খালেদা হাসপাতালে থাকায় নাইকো মামলায় পেছাল চার্জগঠনের শুনানি

প্রকাশ: অক্টোবর ২১, ২০২০

আদালত প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় নাইকো দুর্নীতি মামলার চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ২৪ নভেম্বর ঠিক করেছেন আদালত। গতকাল কেরানীগঞ্জে নবনির্মিত নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী এজলাসে মামলায় সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে চার্জগঠন থেকে অব্যাহতির আবেদনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করে বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। তিনি সুস্থ হয়ে আদালতে আসবেন। তার অনুপস্থিতিতে চার্জ শুনানি বেআইনি। শুনানি শেষে ঢাকার নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান সময় আবেদন মঞ্জুর করে আগামী ২৪ নভেম্বর চার্জ শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

আত্মসমর্পণ করে জামিন পেলেন বিডিনিউজ সম্পাদক খালিদী

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। গতকাল তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

ডিআইজি মিজানের বিরুদ্ধে চার্জগঠন

অবৈধ সম্পদ অর্জন মানি লন্ডারিং আইনের মামলায় ডিআইজি মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে চার্জগঠন করে ২৭ অক্টোবর সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন আদালত।

গতকাল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫