চায়ের তৃতীয় নিলাম বাজার হবে পঞ্চগড়ে —চা বোর্ডের চেয়ারম্যান

প্রকাশ: অক্টোবর ২১, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, পঞ্চগড়

দেশের তৃতীয় চায়ের নিলাম বাজার পঞ্চগড়ে স্থাপনের আশ্বাস দিয়েছেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল জহিরুল ইসলাম। গতকাল সকালে তিনি পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চা চাষী কারখানা মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় আশ্বাস ব্যক্ত করেন।

বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড়ের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চা বোর্ডের চেয়ারম্যান বলেন, সমতলের চা উৎপাদনে মডেল পঞ্চগড়। তাই পঞ্চগড়ের চা শিল্পকে আরো এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি। তবে উৎপাদিত চায়ের মান ভালো করার বিষয়ে এখন নজর দিতে হবে।

সভায় অন্যদের মধ্যে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, চা বোর্ড পঞ্চগড়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা . মোহাম্মদ শামীম আল মামুনসহ চা চাষী কারখানা মালিকরা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫