কাল থেকে ২৫ টাকা দরে আলু বেচবে টিসিবি

প্রকাশ: অক্টোবর ২০, ২০২০

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল বুধবার (২১ অক্টোবর) থেকে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে সরকারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নির্দেশ মোতাবেক আগামীকাল ২১ অক্টোবর বুধবার থেকে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে টিসিবি আলু বিক্রয় শুরু করবে। 

জনপ্রতি ২ কেজি করে ২৫ টা দরে আলু বিক্রয় করা হবে। একই সঙ্গে পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, মসুর ডালও নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিক্রি করবে টিসিবি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫