রাঙামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশ: অক্টোবর ২০, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, রাঙ্গামাটি

রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ( এমএন লারমা) সহযোগী ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) রত্ন চাকমাকে (২০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বাঘাইছড়ি কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বাবুপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা।

সুদর্শন চাকমা জানান, বেলা ২টার দিকে উপজেলা সদরের বাবুপাড়া এলাকায় জনসংহতি সমিতির (জেএসএস) একদল সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ এসে রত্ন চাকমাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলেও সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কারো বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে বাঘাইছড়ি থানার ওসি আশরাফ উদ্দিন বলেন, গোলাগুলির খবর শুনেছি। ঘটনাস্থলের দিকে পুলিশ রনা দিয়েছে। ফিরে এসে বিস্তারিত জানা যাবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫