বাগেরহাটে সাত কর্মদিবসেই ধর্ষণ মামলার রায়, আসামির যাবজ্জীবন

প্রকাশ: অক্টোবর ২০, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের মোংলায় মামলার বিচারিক কার্যক্রম শুরু হওয়ার সাত কর্মদিবসেই শিশু ধর্ষণ মামলায় আব্দুল মান্নান সরদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে  তাকে ২০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।  গতকাল দুপুরে রায় দেন বাগেরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা দায়রা জজ মো. নূরে আলম।

এদিকে বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র সাত কার্যদিবসে বিচারের রায় ঘোষণাকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন নারী  নেত্রী, আইনজীবী সুশীল সমাজের প্রতিনিধিরা।

মামলা সূত্রে জানা যায়, সাত বছর বয়সী নির্যাতিত শিশুটি মোংলা উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্প এলাকায় তার মামার কাছে থাকত। অক্টোবর বিকালে বিস্কুট খাওয়ার প্রলোভন দিয়ে নিজের ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন আব্দুল মান্নান সরদার। পরে মেয়েটি তার মামাকে জানালে ওই রাতেই আব্দুল মান্নানকে আসামি করে মোংলা থানায় মামলা দায়ের করেন শিশুটির মামা। শিশুটির মামার দায়েরকৃত মামলায় মোংলা থানা পুলিশ ওইদিন রাতেই আব্দুল মান্নানকে গ্রেফতার করে। ১১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা মোংলা থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিত মুখার্জি। পরে ১২ অক্টোবর মামলাটির অভিযোগ গঠন করা হয়। ১৩ অক্টোবর বাদীপক্ষের ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ১৪ অক্টোবর চিকিৎসক, বিচারিক হাকিম, নারী পুলিশ সদস্য এবং মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়। ১৫ অক্টোবর আসামির আত্মপক্ষ সমর্থনে সাফাই সাক্ষ্য নেয়া হয়। ১৬ ১৭ অক্টোবর সরকারি ছুটি থাকায়  রোববার বাদী আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ করেন।  গতকাল দুপুরে রায় ঘোষণা করেন  বাগেরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা দায়রা জজ মো. নূরে আলম।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫