কুমিল্লায় বিপুল পরিমাণ পাসপোর্ট জব্দ

প্রকাশ: অক্টোবর ২০, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় বিপুল পরিমাণ পাসপোর্ট, নকল সিলমোহর নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সময় পাসপোর্ট দালাল চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। র্যাব-১১, সিপিসি- কুমিল্লা ক্যাম্পের একটি দল গতকাল দুপুর পর্যন্ত নগরীর শাসনগাছা রেসকোর্স এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

র্যাব-১১, সিপিসি- কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর রেসকোর্স এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দালালরা হলেন কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার মৃত চান মিয়ার ছেলে সাদেকুল ইসলাম (৩৫), সফিকুর রহমানের ছেলে সারফাইন উদ্দিন (৩২), আব্দুল ওয়াদুদের ছেলে আলমগীর (৪৩) জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর গ্রামের সফিক মিয়ার ছেলে জুয়েল আহম্মেদ ওরফে বাপ্পি (৩৪) সময় তাদের কাছ থেকে মোট ১১৪টি পাসপোর্ট, নগদ ২৫ হাজার ৭০০ টাকা এবং পাসপোর্ট তৈরির বিপুল পরিমাণ কাগজপত্র, নকল সিলমোহর উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে পাসপোর্ট তৈরি করে দেয়ার নাম করে লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল। তাদের কাছে টাকা জমা দিলে তারা নকল সিলমোহর ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সব কার্যক্রম সম্পন্ন করে এবং পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল বলে স্বীকারোক্তি দিয়েছে। ব্যাপারে বিকালে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫