পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবক খুন

বিচার বিভাগীয় তদন্ত দাবি

প্রকাশ: অক্টোবর ১৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল ধানাধীন বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন তার মা সালমা বেগম।

গতকাল নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি জানান তিনি। সময় রায়হান হত্যায় অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেফতারে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়ে ছয় দফা দাবি জানান রায়হানের মা। রায়হান আহমদের মৃত্যুর আটদিনের মাথায় তার পরিবার এলাকাবাসীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, রায়হান আহমদ হত্যায় জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে পরিবার এলাকাবাসীর পক্ষ থেকে হরতাল-সড়ক অবরোধসহ দুর্বার আন্দোলনের ডাক দেয়া হবে।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য রাখেন রায়হানের মা সালমা বেগম। এর আগে সালমা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রায়হানের মামাতো ভাই শওকত আহমদ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫