রেশনিংয়ের মাধ্যমে পানি সরবরাহ করছে ওয়াসা

প্রকাশ: অক্টোবর ১৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক

গতকাল সকালে মডস জোন-১০-এর আওতাধীন পূর্ব শেওড়াপাড়া- (মাহফুজ ক্লিনিক) পাম্পের পানি সরবরাহকৃত এলাকার কিছু গ্রাহক পানি না পাওয়ায় রাস্তায় নেমে অভিযোগ করেন। কারিগরি কারণে ওই পাম্পটির উৎপাদন  কমে যাওয়ায় স্বাভাবিক পানি সরবরাহে কিছুটা সমস্যা দেখা দেয়। সমস্যার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ থেকে সংস্থার প্রধান প্রকৌশলী নিজে উপস্থিত হয়ে উপস্থিত গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং সমস্যাটি দ্রুত সমাধানে আশ্বস্ত করেন।

বর্তমানে পূর্ব শেওড়াপাড়ায় রাসেল চেম্বার অরবিট গলি এলাকায় প্যারেড স্কয়ার-, শেওড়াপাড়া- (মাহফুজ ক্লিনিক) শেওড়াপাড়া- পানির পাম্পের সমন্বয়ে রেশনিংয়ের মাধ্যমে ওই পাম্প এলাকার গ্রাহকদের পানি সরবরাহ করা হচ্ছে। কিন্তু প্যারেড স্কয়ার- শেওড়াপাড়া- পানির উৎপাদনও আগের তুলনায় অনেক কমে যাওয়ায় বর্তমানে জামতলা বৌবাজার নামক স্থানে নতুন স্লুইস ভালভ স্থাপন করে রেশনিংয়ের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। ফলে গত সপ্তাহের তুলনায় বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় পানি সরবরাহ অনেকটা স্বাভাবিক। তবে উল্লিখিত এলাকায় এরই মধ্যে নতুন পাম্প স্থাপনের লক্ষ্যে রিগ পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী এক মাসের মধ্যে তা সম্পন্ন করা সম্ভব হবে। সময় রেশনিং করে এবং প্রয়োজনে পানির গাড়ি দিয়ে গ্রাহকদের কাছে পানি সরবরাহ নিশ্চিতকরণ অব্যাহত থাকবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫