নারী নির্যাতন বন্ধে দেশব্যাপী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: অক্টোবর ১৮, ২০২০

বণিক বার্তা ডেস্ক

নারীর প্রতি সহিংসতা বন্ধ নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী সমাবেশ করেছে বাংলাদেশ পুলিশ। নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি স্লোগানে গতকাল হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় সমাবেশের আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর

যশোর: বিকালে যশোর কোতোয়ালি মডেল থানা যশোর পৌর নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে শামসুল হুদা স্টেডিয়াম প্রাঙ্গণে সমাবেশ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌর নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান চাকলাদার মনি, জেলা পুলিশিং ফোরামের সদস্য সচিব ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, স্টেডিয়ামপাড়া আঞ্চলিক পুলিশিং ফোরামের সভাপতি অ্যাডভোকেট বদরুদ্দোজা বদর, সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মুকুল প্রমুখ।

বরিশাল: বেলা ১১টায় বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার আয়োজনে অশ্বিনী কুমার টাউন হলে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খাঁন (বিপিএম) বার। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন, সরকারি বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর . মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ।

জামালপুর: সকালে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সহকারী পুলিশ সুপার সীমা রাণী সরকারের সভাপতিত্বে এবং সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুহাম্মদ মহব্বত কবীরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

ঝিনাইদহ: হরিশংকরপুর ইউনিয়নের বাকড়ী বাজারে সমাবেশের আয়োজন করে সদর থানা পুলিশ।

হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক শেখ। বিশেষ অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা ছবদুল বিশ্বাস, শিক্ষক আবু আহম্মেদ বিশ্বাস, ইউপি সদস্য আনোয়ারা খাতুন।

পিরোজপুর: সদর উপজেলার বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ প্রশাসন) মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম, পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম বায়েজীদ হোসেন, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, মিনারা মাহাবুব, নজরুল ইসলাম সিকদার প্রমুখ।

এদিকে ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. হাসান মোস্তফা স্বপন। গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদিসুর রহমান।

রাজবাড়ী: সকাল ১০টায় রাজবাড়ী পাঁচটি উপজেলার ৪২টি ইউনিয়ন তিনটি পৌরসভাসহ ৪৮টি স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে জেলা শহরের দুই নম্বর বেড়াডাঙ্গা এলাকায় সমাবেশে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ্উদ্দিন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর শরিফ, পৌরসভার চার নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আলমগীর শেখ তিতু উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ: সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইনস শহীদ আলাউদ্দিন কনস্টেবল ড্রিলশেডে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫