ভোলায় নির্মাণাধীন মেডিকেল কলেজ ভবনের ছাদ ধসে শ্রমিক নিহত

প্রকাশ: অক্টোবর ১৮, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, ভোলা

ভোলার বাংলাবাজারে নির্মাণাধীন ফাতেমা খানম মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ভবনের লিংক ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঘটনা ঘটে। ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম খাইরুল (৩০) তার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

শ্রমিকরা জানান, গতকাল সকাল থেকেই দুটি ভবনের সংযোগ ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। হঠাৎ বিকট আওয়াজ। এর পরই দেখা যায়, ঢালাইকৃত ছাদের পুরো অংশই মাটিতে ধসে পড়েছে। সময় ধসে যাওয়া ভবনের ছাদের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত ২০ শ্রমিক আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত আহতরা সবাই নির্মাণ শ্রমিক। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সাহা বলেন, দুপুর পর্যন্ত আমাদের কাছে আহত অবস্থায় ২৫ জন শ্রমিক এসেছেন। তাদের মধ্যে ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে পাঁচজন গুরুতর হলেও তিনজনের অবস্থা অশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল সেবাচিমে পাঠানোর প্রস্তুতি চলছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫