ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের প্রাসাদে করোনার হানা

প্রকাশ: অক্টোবর ১৮, ২০২০

বণিক বার্তা ডেস্ক

ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের প্রাসাদে বসবাসকারী এক ব্যক্তির শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ওই ব্যক্তিকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। ভ্যাটিকানের পক্ষ থেকে গতকাল তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

ওই ব্যক্তির পরিচয় গোপন রাখা হয়েছে। তার মধ্যে শারীরিক অসুস্থতার কোনো লক্ষণ ছিল না। গত কয়েকদিনে তিনি যাদের সংস্পর্শে এসেছেন, তাদের সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পোপের প্রাসাদে প্রায় ১৩০টি কক্ষ স্যুট রয়েছে। গত মার্চে যখন মহামারী ইতালিতে আঘাত হেনেছিল, তখন অন্য এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

তরুণ বয়সে এক অসুখের কারণে পোপ ফ্রান্সিসের একটি ফুসফুসের অংশবিশেষ কেটে ফেলতে হয়েছিল। ফ্রান্সিস তখন নিজ দেশ আর্জেন্টিনায় বসবাস করতেন। কারণে করোনাভাইরাসের সংক্রমণ পোপের জন্য বেশ ঝুঁকিপূর্ণ হবে। এজন্য পোপকে নিয়মিত কভিড-১৯ পরীক্ষার মধ্যে রাখা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫