বাজারে ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি২০

প্রকাশ: অক্টোবর ১৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে ক্যামেরাসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি সংবলিত ফ্ল্যাগশিপ ভিভো ভি২০ স্মার্টফোনের বিক্রি শুরু করেছে ভিভো বাংলাদেশ। গত সেপ্টেম্বর নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসটি দেশের বাজারে ছাড়ার ঘোষণা দেয় স্মার্টফোন নির্মাতা ভিভো। গত বৃহস্পতিবার পর্যন্ত ডিভাইসটির প্রাক-ক্রয়াদেশ নেয়া হয়। এরপর গতকাল থেকে দেশের বিভিন্ন আউটলেটে ডিভাইসটির বিক্রি শুরু করা হয়েছে।

ভিভো ভি২০ স্মার্টফোনে প্রথমবারের মতো আই অটোফোকাস প্রযুক্তি যুক্ত করেছে ভিভো। এর মাধ্যমে ফোকাস ঠিক রেখে স্পষ্ট ছবি ধারণের সুবিধা দেবে ফ্ল্যাগশিপ ফোনটি। এছাড়াও ভিভো ভি২০ স্মার্টফোনে এজি গ্লাস, ডুয়াল ভিডিও ক্যামেরাসহ দারুণ কিছু প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এতে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে, যা যাবত্কালের সবচেয়ে বড় সেলফি ক্যামেরা। ডিভাইসটির মূল্য ধরা হয়েছে ৩২ হাজার ৯৯০ টাকা। দেশের বাজারে সানসেট মেলোডি মিডনাইট জ্যাজ রঙে ডিভাইসটি মিলছে।

৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সংবলিত ভিভো ভি২০ স্মার্টফোনের রিয়ার প্যানেলে তিনটি ক্যামেরা যুক্ত করা হয়েছে। ক্যামেরাগুলো যথাক্রমে ৬৪, মেগাপিক্সেলের এবং সামনের ক্যামেরাটি ৪৪ মেগাপিক্সেলের অটোফোকাস প্রযুক্তি যুক্ত।

বিবৃতিতে ভিভো বাংলাদেশ জানায়, ফানটাচ ওএস১১ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসরচালিত গিগাবাইট র‍্যামের ভিভো ভি২০ স্মার্টফোনে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে। মিড রেঞ্জের ডিভাইসটির ডিসপ্লেতে দশমিক ৪৪ ইঞ্চির এজি গ্লাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

ডিভাইসটি বিষয়ে ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, মিডরেঞ্জের নতুন ফ্ল্যাগশিপ ফোনে আমরা অটোআইফোকাস প্রযুক্তি এনেছি। যার মাধ্যমে গ্রাহকরা মোবাইল ফটোগ্রাফিতে পেশাদার ফটোগ্রাফির সুবিধা পাবেন। এছাড়াও ডুয়াল ভিডিও ক্যামেরার সুবিধা থাকায় অনলাইনে ক্লাস করতে অথবা সোস্যাল মিডিয়া কনটেন্ট তৈরিতে স্মার্টফোনটি কাজে লাগবে বলে আমরা আশা করছি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫