যুক্তরাষ্ট্রে এক হাজার কর্মী নিয়োগ দেবে টিসিএস

প্রকাশ: অক্টোবর ১৭, ২০২০

বণিক বার্তা ডেস্ক

ভারতভিত্তিক তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান টিসিএস যুক্তরাষ্ট্রে এক হাজার কর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনা নিয়েছে। কভিড-১৯ মহামারী পরবর্তী তথ্যপ্রযুক্তি সেবার চাহিদা পূরণের অংশ হিসেবে দেশটিতে বিপুলসংখ্যক কর্মী নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর ইটি টেলিকম।

টিসিএসের বিবৃতিতে বলা হয়, ২০২২ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে তারা নতুন হাজার কর্মী নিয়োগ সম্পন্ন করবে এবং আগামী পাঁচ বছরে দেশটিতে তাদের মোট ২১ হাজার ৫০০ কর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য থেকে বিপুলসংখ্যক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তথ্যপ্রযুক্তির বৃহৎ বাজার যুক্তরাষ্ট্র। দেশটিতে কার্যক্রম বিস্তারে কাজ করছে ভারতীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টিসিএস। প্রতিষ্ঠানটি মনে করছে মহামারী পরবর্তীতে যুক্তরাষ্ট্রে তথ্যপ্রযুক্তি সেবার চাহিদা উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে। যে কারণে নতুন কর্মী নিয়োগের পাশাপাশি বিনিয়োগও বাড়ানোর নীতিগত পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫