ঢাকা শহরের গল্প নিয়ে আসছে ‘শহরনামা’

প্রকাশ: অক্টোবর ১৭, ২০২০

ফিচার প্রতিবেদক

ব্যস্ততম শহর ঢাকা। প্রতিদিন শহরে ঘটে চলে নানা ঘটনা। শহরে কেউ রাখে না কারো খবর। শহরজুড়ে নানা ঘটনার মধ্য থেকে পরিবারকেন্দ্রিক কিছু স্পর্শকাতর গল্পকে উপজীব্য করে নাটক নির্মাণ করেছেন নির্মাতা সকাল আহমেদ। নাটকের নাম দিয়েছেন শহরনামা নাটকের গল্প লিখেছেন নাট্যকার মিজানুর রহমান বেলাল। প্রযোজনা করেছেন প্রযোজক আনজীর লিটন।

শহরনামা নাটক নিয়ে পরিচালক সকাল আহমেদ বলেন, ঢাকা শহরে এমনি সব ঘটনা ঘটে, যা আমাদের মনকে কখনো কখনো নাড়া দেয়। তেমনি একটি ঘটনা নিয়ে নির্মাণ করেছি শহরনামা

এদিকে প্রযোজক আনজীর লিটন নাটকের বিষয়ে কিছুই বলতে চান না এখন। বরং অপেক্ষা করার কথা জানান তিনি। বলেন, দারুণ একটা কাজ আসছে, যা ঢাকা শহরের প্রতিটি বাসিন্দাকে ভাবাবে।

শহরনামা নাটকের শুটিং শেষ হয়েছে। নাঈম, অর্ষা, মাসুম বাশারসহ এক ডজন তারকা পাওয়া যাবে নাটকে। শিগগিরই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানান প্রযোজক আনজীর লিটন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫