বাংলাদেশ সফরে আসছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: অক্টোবর ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট (উপপররাষ্ট্রমন্ত্রী) স্টিফেন . বিগান ১৪-১৬ অক্টোবর রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। সফরের শুরুতে ১২ অক্টোবর তিনি ভারতের নয়াদিল্লিতে পৌঁছবেন। সেখান থেকে ১৪ অক্টোবর বাংলাদেশে আসবেন। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সূত্রে তথ্য পাওয়া গেছে।

সফরকালে বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন স্টিফেন . বিগান। আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্ব আরো এগিয়ে নেয়ার বিষয়টি সফরের অন্যতম উদ্দেশ্য। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধিও আলোচনায় গুরুত্ব পাবে। পাশাপাশি কভিড-১৯ মোকাবেলা অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের অংশীদারিত্ব যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশে আসার আগে ভারত সফর করবেন স্টিফেন . বিগান। অক্টোবর যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেওর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী . এস জয়শঙ্করের বৈঠকের পর এবং বছরের শেষের দিকে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ভারতের মন্ত্রী পর্যায়ের সংলাপ ইউএস-ইন্ডিয়া + মিনিস্ট্রিয়াল ডায়ালগ-এর প্রাক্কালে ডেপুটি সেক্রেটারি স্টিফেন . বিগানের ভারত সফরে ইউএস-ইন্ডিয়া কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক এগিয়ে নেয়ার ওপর আলোকপাত করা হবে বলে জানা গেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫