আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের সঙ্গে সম্প্রতি প্রধান কার্যালয়ে ব্যাংকের নির্বাহীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাহী, ব্যাংকের মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন নির্বাহীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকটিকে কীভাবে আরো গতিশীল ও গ্রাহকবান্ধব করা যায়, সে বিষয়ে বাস্তবভিত্তিক পরিকল্পনা উপস্থাপন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।