রাজশাহী অঞ্চলে ৫ লাখ গ্রাহক পাচ্ছেন স্মার্ট প্রি-পেইড মিটার

প্রকাশ: অক্টোবর ০৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক

মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম এগিয়ে নেয়ার পাশাপাশি এবার রাজশাহী অঞ্চলে পাঁচ লাখ গ্রাহককে স্মার্ট  প্রিপেইড মিটার সুবিধা দেয়া হচ্ছে। 

আজ বৃহস্পতিবার নর্দার্ন ইলেকট্রিসিটি  সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)-এর এলাকায় পাঁচ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্পের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, অংশীজনদের সঙ্গে নিয়েই প্রযুক্তিগত পরিবর্তন করতে হবে। নতুন প্রযুক্তি অবশ্যই ব্যবহার বান্ধব হতে হবে। কেননা নতুন প্রযুক্তির সঙ্গে সংযুক্ত হতে মানুষ স্বাভাবিকভাবেই অনীহা প্রকাশ করে।

প্রতিমন্ত্রী আজ অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হয়ে আরো বলেন, মুজিববর্ষেই গ্রিড অঞ্চলে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। সাশ্রয়ী মূল্যে মানসম্মত বিদ্যুৎ দিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যাপকহারে বাড়াতে হবে। স্মার্ট প্রি-পেমেন্ট মিটার গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সচেতন করতে সহায়তা করবে। অনলাইনে বিল দেয়া যাবে। গ্রাহকরা ১ শতাংশ হারে রেয়াত সুবিধা পাবেন। 

এসময় প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টা গ্রাহক সেবা প্রদান করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

নেসকো পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম যুক্ত হয়ে বক্তব্য দেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫