গৃহ করে ১০% রেয়াত সুবিধার সময়সীমা বাড়াল ডিএনসিসি

প্রকাশ: অক্টোবর ০১, ২০২০

নিজস্ব প্রতিবেদক

হোল্ডিং ট্যাক্সের (গৃহকর) ওপর ১০ শতাংশ রেয়াত সুবিধা এবং সারচার্জবিহীন ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সিটি করপোরেশনের পক্ষ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বকেয়াসহ ২০২০-২১ অর্থবছরের চার কিস্তির হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করা হলে মোট কিস্তির ওপর ১০ শতাংশ রেয়াতের সময়সীমা এবং সারচার্জ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে ডিএনসিসি।

বর্ধিত সময়ের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের চার কিস্তির হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করে করদাতারা চার কিস্তির ওপর ১০ শতাংশ হার রেয়াতের সুযোগ নিতে পারেন। সেই সঙ্গে ব্যবসায়ীরাও এই সময়ের সাচার্জ ছাড়াই ট্রেড লাইসেন্স করতে পারবেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫