আবুল হাসনাত আবদুল্লাহর হার্টে দুটি রিং পরানো হয়েছে

প্রকাশ: অক্টোবর ০১, ২০২০

নিজস্ব প্রতিবেদক

বরিশাল-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর হার্টে ব্লক ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. সোহারাব হোসেনের তত্ত্বাবধানে তার হার্টে দুটি রিং পরানো হয়েছে। 

আবুল হাসনাত আবদুল্লাহর একান্ত সচিব মোহাম্মদ খায়রুল বাশার বণিক বার্তাকে বলেন, এনজিওগ্রাম করে স্যারের হার্টে ব্লক ধরা পড়ে। পরে দুটি রিং পরানো হয়। এখন ওনার অবস্থা স্থিতিশীল রয়েছে, এখন সিসিইউতে রাখা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। শ্বাসকষ্ট ও অক্সিজেন কমে যাওয়ায় গত মঙ্গলবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসানাত আবদুল্লা সপ্তম সংসদে জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন। গত জুনে তার স্ত্রী শাহানা আরার মৃত্যু হয়। তাদের বড় ছেলে সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়র।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫