গাংনীতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণকাজের উদ্বোধন

প্রকাশ: অক্টোবর ০১, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি মেহেরপুর

অবশেষে গাংনী পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্লাট নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে গাংনী পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণকাজের উদ্বোধন করেন মেহেরপুর- গাংনী আসনের সংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা, সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দীন প্রমুখ।

জানা গেছে, পৌরবাসীর সুপেয় পানির চাহিদা মেটানোর লক্ষ্যে ট্রিটমেন্ট প্লাট স্থাপনের উদ্যোগ নেয় গাংনী পৌরসভা। কিন্তু জমি না থাকায় দীর্ঘদিন ধরে কাজ শুরু করা সম্ভব হয়নি। অবশেষে পৌরসভার মেয়র আশরাফুল ইসলামের পারিবারিক জমি থেকে শতাংশ জমি দান করার পর প্রকল্পের কাজ শুরু হলো। ওয়াটার ট্রিটমেন্ট প্লাট স্থাপনে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি টাকা। প্রাথমিক পর্যায়ে সাড়ে ১৩ কোটি টাকার টেন্ডার করে কাজ শুরু হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫