করোনার ভ্যাকসিন নেবেন না ইলন মাস্ক

প্রকাশ: সেপ্টেম্বর ৩০, ২০২০

বণিক বার্তা অনলাইন

নিজেকে করোনার ঝুঁকিমুক্ত বলে মনে করছেন টেসলা ও স্পেসএস্কের সিইও ইলন মাস্ক। আর সত্যি সত্যি কভিড-১৯-এর কার্যকর ভ্যাকসিন এসে গেলেও তিনি সেটি নিতে চান না।

সম্প্রতি মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ইলন মাস্ক। 

তিনি বলেন, আমি বা আমার সন্তানরা কভিডের ঝুঁকিতে নেই। কেউ যদি মনে করেন তার পরিবার এবং তিনি ঝুঁকিতে আছেন তাহলে তিনি বাড়িতে বসে থাকতে পারেন। তবে বাড়িতে থাকতে চাওয়া কর্মীদের ঝুঁকিভাতা দিবেন না কিনা সে ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

করোনাভাইরাসের সংক্রমণে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই ২ লাখের বেশি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে খুব নির্লিপ্তভাবে তিনি জবাব দিয়েছেন, সবাইকে তো মরতে হবে! আরো ভালোর জন্য কাজ করে যাওয়াটাই আসল কথা। কারণ লকডাউন এবং মহামারী এমন একটি বিষয় যেখানে কেউ জিতবে না।

ব্লুমবার্গ বিলিয়নেয়ারস সূচকে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক গত এপ্রিলে টুইট করেছিলেন, করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধের নামে সবাইকে বাড়িতে থাকার নির্দেশ দেয়া বাস্তবে গৃহবন্দি করে রাখার মতোই!

সূত্র: সিএনএন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫